বিআইসিএমে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন করা হয়েছে। ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ আজ ১৯ অক্টোবর সকালে ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন।

ইন্সটিটিউটের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ও সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সকল অনুষদ সদস্য,কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় ব্যাংক,বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল দপ্তর ও সংস্থা আজ সকাল ৯.০০ ঘটিকায় একযোগে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিআইসিএম-এ ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য ‘সেবা ডেস্ক’ ও ‘সেবা বক্স’ স্থাপন করা হয়। এছাড়াও ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষ্যে বিআইসিএম ১৯ অক্টোবর ২০২৫ থেকে ০২ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রচারণামূলক অনুষ্ঠান, অংশীজন সভা ও ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.