ইসি সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধিদল

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি) একটি চার সদস্যের প্রতিনিধি দল। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে হাজির হন এনসিপির এই প্রতিনিধিদল।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শাপলা’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না। আজই প্রতীক বাছাইয়ের শেষ দিন, ফলে সময়সীমার আগে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই এই সাক্ষাৎ।

ইসির একটি সূত্র সাংবাদিকদের জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালার আওতায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে আগেই এনসিপিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু ‘শাপলা’ প্রতীকেই নির্বাচন করতে চায় এবং এ বিষয়ে কোনো বিকল্প বিবেচনায় তারা নেই।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, ‘শাপলা প্রতীক না দিলে আমরা নিবন্ধন নেব না। ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। প্রতীক নিয়ে জটিলতা তৈরি হলে দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। কমিশনের সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই। ইচ্ছে করলেই তারা ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমরা রাজপথেও আন্দোলনে যাব। এ প্রতীক ছাড়া নির্বাচন নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।’

এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ইসি শাপলা প্রতীক না দেয় এবং একচেটিয়া আচরণ করে, তাহলে কমিশনের যেকোনো কার্যক্রমেই আমরা অনাস্থা জানাব।’

দলটির একাধিক নেতা-নেত্রী বলেছেন, শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এর আগে বিষয়টি নিয়ে একাধিকবার ইসির সঙ্গে তারা বৈঠক করেছে এবং লিখিতভাবেও নিজেদের দাবির কথা জানিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.