হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হারল বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার ঠিক যেন এর বিপরীত প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। টানা দুই ওয়ানডে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। এবার হোয়াইটওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে মেহেদী হাসান মিরাজের দল।

যদিও শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে চাইবে টাইগাররা। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ফলে এই ম্যাচে আগে বোলিং করতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

এ ছাড়া আফগানিস্তানের রহমত শাহ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। আগের ম্যাচে ব্যাট করার সময় তিনি বাম পায়ের পেশিতে টান পেয়েছিলেন এবং এর ফলে সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ একাদশ- সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.