বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে আজ থেকে নারায়ণগঞ্জে শুরু হল মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এসএমইএসপিডি’র যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও সিসিও শাহ মোহাম্মদ সোহেল খুরশীদ, ভিপি ও হেড অব এসএমই মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী।
নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.