ডিবির অভিযানে সাবেক সাংসদ বাদল-তামান্নাসহ গ্রেপ্তার ১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপি ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাতসহ ১৩ নেতাকর্মীকে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়জুর রহমান বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও তামান্না নুসরাত বুবলী সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এসব গ্রেপ্তার দেখানো হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.