ট্রাফিক মামলার জরিমানা আদায় আরও সহজ ও স্বচ্ছ করতে রাজশাহী জেলা পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্র বিনিময় করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
এই চুক্তির ফলে এখন থেকে নগদ অর্থের পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ ব্যবহার করে ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ করা যাবে। এতে রাজশাহীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও দ্রুত, সহজ ও ডিজিটালাইজড হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ড জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, রাজশাহী মালোপাড়া উপশাখার ইনচার্জ আব্দুল আজিজ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.