বিশ্বমানের চক্ষু সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ধানমণ্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

বাংলাদেশের চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডি ৬ নম্বর রোডে যাত্রা শুরু করলো এরিস্টোফার্মা লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান এরিস্টো আই হসপিটাল লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হাসপাতালের শুভ উদ্বোধন করার কথা নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আই হসপিটাল লিমিটেড-এর চেয়ারম্যান এম. এ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেড-এর সম্মানিত পরিচালকবৃন্দ।

হাসপাতালের পটভূমি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের সেবা প্রদানের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.