যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করলো আইসিসি

যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করলো আইসিসি

যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার বোর্ডের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার গড়াতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ওপর কোনো প্রভাব ফেলবে না।

অনেকদিন ধরেই এই শাস্তির শঙ্কা ছিল, এবার তা বাস্তবে রূপ নিল।

আইসিসির পক্ষ থেকে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন এবং প্রশাসনিক সংস্কার সম্পন্ন করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে আইসিসির বার্ষিক সাধারণ সভায় জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড নিবিড় পর্যবেক্ষণে থাকবে। সেই অনুযায়ী চলতি বছরের জুলাই থেকেই বোর্ডের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল আইসিসি।

শেষ পর্যন্ত বোর্ডের অনিয়ম দূর না হওয়ায় এবং আইসিসির নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি, ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক বার্তায়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.