নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক নেতার ওপর হামলার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন প্রেরিত একবার্তায় এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, আজ দুপুর ২টা ৩০ মিনিটে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে মূলত তিনটি বিষয় তুলে ধরা হবে-
১. নিউইয়র্কে আখতার হোসেন ও অন্যান্য রাজনীতিবিদদের ওপর হামলার নিন্দা।
২. অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা নিশ্চিতে অবহেলা ও গাফিলতি।
৩. দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.