দেশব্যাপী জোনভিত্তিক কর্মশালা আয়োজনের অংশ হিসাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে সোমবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের স্থানীয় এক হোটেলে ব্যাংকের ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল জেলার মোট ১৩টি শাখা হতে ব্যামেলকোসহ ৫০ জন কর্মকর্তা নিয়ে “ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস এন্ড অফিশিয়ালস – ময়মনসিংহ ডিভিশন এন্ড টাঙ্গাইল ডিস্ট্রিক্ট” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো: আসাদুল ইসলাম খান উক্ত কর্মশালার উদ্বোধন করেন এবং ক্রেডিট ব্যাকড মানিলন্ডারিং প্রতিরোধ এর উপর মূল্যবান সেশন পরিচালনা করেন।
এছাড়া, এন্টি মানিলন্ডারিং বিভাগের মো: আশরাফুল ইসলাম, এফএভিপি, বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাঙ্গাইল শাখার ম্যানেজার মো: আব্দুল খালেক, ইভিপি, সমাপনী বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এ দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
বক্তাগণ অংশগ্রহণকারীদের স্মরণ করিয়ে দেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, ব্যাংক এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তাকেও ভোগ করতে হতে পারে।
বক্তাগণ আরো উল্লেখ করেন, মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাঁধাগ্রস্ত করে। তাই দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আইন ও বিধি মোতাবেক সঠিক পদক্ষেপ নেওয়া অপরিহার্য।
দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়, যাতে দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন, আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশ ও জাতির সঠিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.