প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যাচ্ছেন চার জন রাজনীতিবিদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
অধিবেশনে যোগ দিতে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির চার শীর্ষস্থানীয় নেতা।
সরকারপ্রধানের সঙ্গে প্রধান দলগুলোর নেতাদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের এমন উদ্যোগ বাংলাদেশে এই প্রথম, যা নজিরবিহীন বলেই বিবেচিত হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, আগামী ২১ সেপ্টেম্বর রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন অধ্যাপক ইউনূস, যিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন। সফর শেষে তিনি ২ অক্টোবর দেশে ফিরবেন বলে জানানো হয়।
এই সফরে ইউনূসের সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন। জাতিসংঘ অধিবেশন শেষ করে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.