টেকনোর ব্র্যান্ড নিউ পোভা সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

অ্যাওয়ার্ড জয়ী ডিজাইন ও ৫জি পারফরম্যান্সে প্রস্তুত নতুন স্মার্টফোন

বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড টেকনো এবার বাংলাদেশে নিয়ে আসছে তাদের বহুল প্রতীক্ষিত পোভা সিরিজ, যা ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। নতুন এই ৫জি সিরিজটি প্রযুক্তিপ্রেমীদের জন্য আনছে অত্যাধুনিক ফিচার, উন্নতমানের পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যবহার অভিজ্ঞতা।

টেকনো সবসময়ই তাদের ডিভাইসে নতুনত্ব ও ব্যবহারকারীবান্ধব প্রযুক্তি যুক্ত করার ওপর গুরুত্ব দেয়। সেই ধারাবাহিকতায়, নতুন পোভা সিরিজ ডিজাইন করা হয়েছে এমনভাবে, যা ব্যবহারকারীদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, হাই পারফরম্যান্স এবং আধুনিক ডিজাইনের অভিজ্ঞতা দেবে।

পোভা সিরিজটি এরইমধ্যে আন্তর্জাতিক ডিজাইন জগতে জায়গা করে নিয়েছে। এই সিরিজ নিউ ইয়র্ক প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ডেন অ্যাওয়ার্ড এবং লন্ডন ডিজাইন অ্যাওয়ার্ডসে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করেছে। সিরিজের একটি ফোনকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ বছরের সেপ্টেম্বরে, রবি আজিয়াটা এবং গ্রামীণফোন বাণিজ্যিকভাবে ৫জি চালু করার মাধ্যমে বাংলাদেশে ৫জি যুগে প্রবেশ করেছে। এই নতুন যুগকে আরও কার্যকর ও সহজ করতে টেকনোর এই পোভা সিরিজ প্রস্তুত রয়েছে সম্পূর্ণ ৫জি লাইনআপ নিয়ে।

যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক লঞ্চিং ডেট ঘোষণা করেনি টেকনো, তবে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই সম্পূর্ণ লাইনআপের বিস্তারিত প্রকাশ পাবে।

সর্বশেষ আপডেট পেতে টেকনো বাংলাদেশ-এর সামাজিক মাধ্যম ফলো করুন এবং ভিজিট করুন: www.tecno-mobile.com/bd

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.