ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচ বর্জন করতে আদালতে গেছেন ভারতীয় সমর্থকরা। দেশটির সাবেক ক্রিকেটার কিংবা রাজনীতিবিদরা বরাবরই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের পক্ষে। যদিও তাদের সরকার এমন কিছুতে সায় দেয়নি। ভারতের ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে দ্বিপাক্ষিক সিরিজে না খেললেও আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে খেলতে বাধা নেই তাদের।
এশিয়া কাপে দুই দলের শুরুটা হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিলদের ব্যাটে ৪.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় সূর্যকুমার যাদব। অপর দিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে শুরুটা ভালো হয়েছে পাকিস্তানেরও।
পেহেলগাম ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ হওয়ায় বাড়তি উত্তেজনা থাকবে। দুই দেশই চাইবে একে অপরকে হারিয়ে কথার লড়াইয়ে এগিয়ে থাকবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হচ্ছে এশিয়ার এল ক্লাসিকো। ভারত প্রতিপক্ষ নিয়ে সেভাবে ভাবছে না। বিপরীতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছেন, তারা যেকোনো দলকে হারাতে আত্মবিশ্বাসী।
এদিকে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী। দুই দলের একাদশেই রাখা হয়েছে দুজন করে পেসার। ভারতের একাদশে জসপ্রিত বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়া। যদিও শিভাম দুবেও মিডিয়াম পেস বোলিং করতে পারেন। এদিকে পাকিস্তানের একাদশে শাহীন আফ্রিদির সঙ্গে রাখা হয়েছে ফাহিম আশরাফকে।
ভারত— অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।
পাকিস্তান— শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম এবং আবরার আহমেদ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.