তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সহযোগিতার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২ জন মানুষ মৃত্যুবরণ করে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিলম্ব হলে এই মৃত্যুর হার আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স – আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। তাই দ্রুত আইন সংশোধনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সহযোগিতা চেয়েছে এই দুটি সংগঠন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধি দল আইন সংশোধনের গুরুত্ব তুলে ধরে।

সাক্ষাতে জানানো হয়, তামাকখাত থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তার চেয়ে বহু গুণ বেশি ক্ষতি হয় তামাক সেবনের ফলে সৃষ্ট মৃত্যু ও অসুস্থতা থেকে। এই আর্থিক ক্ষতির দিক বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

এই প্রেক্ষাপটে, আইনের খসড়া সংশোধনী দ্রুত পাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধিরা।

আলোচনার সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন:

“আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার প্রতিনিধি মেহেদী হাসান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.