দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২ জন মানুষ মৃত্যুবরণ করে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিলম্ব হলে এই মৃত্যুর হার আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স – আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। তাই দ্রুত আইন সংশোধনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সহযোগিতা চেয়েছে এই দুটি সংগঠন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধি দল আইন সংশোধনের গুরুত্ব তুলে ধরে।
সাক্ষাতে জানানো হয়, তামাকখাত থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তার চেয়ে বহু গুণ বেশি ক্ষতি হয় তামাক সেবনের ফলে সৃষ্ট মৃত্যু ও অসুস্থতা থেকে। এই আর্থিক ক্ষতির দিক বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
এই প্রেক্ষাপটে, আইনের খসড়া সংশোধনী দ্রুত পাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধিরা।
আলোচনার সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন:
“আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সাক্ষাতে উপস্থিত ছিলেন আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার প্রতিনিধি মেহেদী হাসান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.