দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি লাভ করছে বিডিক্রিকটাইম। বাংলা ভাষায় পরিচালিত এই ক্রিকেট মিডিয়া সম্প্রতি অর্জন করেছে বড় একটি আন্তর্জাতিক স্বীকৃতি। কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সেরা উদ্যোক্তা (Best Entrepreneur) হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ক্রীড়া গণমাধ্যম বিডিক্রিকটাইম–এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. জাবেদ আলী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম বর্তমানে দেশের সবচেয়ে বড় ডিজিটাল স্পোর্টস পোর্টাল হিসেবে আস্থা অর্জন করেছে, যেখানে পাঠক ও দর্শকের সংখ্যা দিনদিন বাড়ছে। বর্তমানে ১ কোটি ৭০ লক্ষাধিক অনুসারী নিয়ে বিডিক্রিকটাইম কেবল বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম আস্থাভাজন ও জনপ্রিয় ক্রিকেট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
সিইও মো. জাবেদ আলীর নেতৃত্বে বিডিক্রিকটাইম সফলভাবে কভার করেছে বিশ্বকাপ, এশিয়া কাপসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট ও সিরিজ। পাশাপাশি প্রতিষ্ঠানটি চালু করেছে দেশের প্রথম লাইভ ক্রিকেট স্কোরিং অ্যাপ। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরার প্রচেষ্টার ফলস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে সিইও মো. জাবেদ আলী বলেন, “এই সম্মান বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন। বিডিক্রিকটাইম শুরু হয়েছিল নিছক ভালোবাসা থেকে, আজ তা দেশের ক্রীড়াপ্রেমীদের আস্থার প্রতীক। এই অর্জন আমার নয়, আমাদের পুরো টিম এবং পাঠক, দর্শক ও অনুসারীদের।”
এই অর্জনের মাধ্যমে দেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে তুলে ধরার পথে বিডিক্রিকটাইম আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। শুধু ক্রিকেটই নয়, বর্তমানে অন্যান্য ক্রীড়া ক্ষেত্র নিয়েও একই উদ্যমে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে আরও ভালোভাবে তুলে ধরাই এখন তাদের মূল লক্ষ্য।
এর আগে বিডিক্রিকটাইম অর্জন করেছিল বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড। ২০১৯ সালে মিডিয়া ও বিনোদন বিভাগে বেসিস আইসিটি অ্যাওয়ার্ডে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.