প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য দেশের সর্বপ্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণসেবা ‘সাফল্য ই-লোন’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার আওতায় ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং প্রান্তিক উদ্যোক্তারা মাত্র কয়েক মিনিটেই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এসএমই খাতের অগ্রগামী ব্যাংক হিসেবে শুধুমাত্র ক্ষুদ্র উদ্যোক্তাদের লক্ষ্য করে ব্র্যাক ব্যাংক এই ই-লোন সুবিধা চালু করেছে। এটি ব্যাংকটির প্রান্তিক অর্থনৈতিক শ্রেণির উন্নয়নে নেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।
ঋণ পেতে গ্রাহকদের আর কোনো কাগজপত্র বা ব্যাংক ব্রাঞ্চে যেতে হবে না। শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে অনলাইনেই আবেদনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
কাগজপত্রের জটিলতা, উচ্চ সুদের ঋণ, সময়ক্ষেপণ ও ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে এতদিন ফরমাল ঋণের বাইরে থাকা এসএমই উদ্যোক্তাদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
ঋণ পরিশোধেও থাকছে সহজ ব্যবস্থা। গ্রাহকরা এজেন্ট পয়েন্ট, বিকাশ, ব্যাংকের শাখা বা উপশাখার মাধ্যমে ছয় মাসে সহজ কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ডিজাইন করা এই মডেল ইতোমধ্যেই শেরপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর ও সাতক্ষীরার দুর্গম চরাঞ্চলের ৫ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “প্রান্তিক উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করতে ‘সাফল্য ই-লোন’ চালু হয়েছে। ডিজিটাল ঋণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দ্রুততম সময়ে, কম খরচে ঋণ দিচ্ছি। এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা দূর করে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক প্রোডাক্টের মাধ্যমে দেশের প্রতিটি কোণে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.