দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ৬০ দশমিক ৬৪ শতাংশ।ফলে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে চার্টাড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ১৪ টাকা বা ২৬ দশমিক ৯৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৬ টাকা ৬০ পয়সা থেকে ৩৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে- শ্যামপুর সুগার মিলসের ২২ দশমিক ৮৩ শতাংশ, ক্যাপিটাল এমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ২২ দশমিক ৩৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ শতাংশ, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০ শতাংশ, আমরাটেক লিমিটেডের ১৯ দশমিক ৮৫ শতাংশ, বিবিএস কেবলসের ১৮ দশমিক ৯৭ শতাংশ, খান ব্রাদার্সের ১৮ দশমিক ৩৬ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.