আসন বিন্যাসের প্রতিবাদে ২ মহাসড়ক অবরোধ

আগের মতো ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসন রাখার দাবি বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

 

সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে এ এলাকার মানুষ। এর প্রতিবাদে ভাঙ্গার মনসুরাবাদ ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে কয়েক শ যানবাহন আটকা পড়েছে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী যানবাহন অবরোধের মুখে পড়ে। এতে ভাঙ্গার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এলাকাবাসীর দাবি, আগের মতো ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসন রাখতে হবে। কোনও সংসদীয় এলাকাকে অন্য সংসদীয় এলাকায় সংযুক্ত করা চলবে না।

 

তাঁরা আরও জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

 

জানা গেছে, হামিরদী বাসস্ট্যান্ড ও মনসুরাবাদে মহাসড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারো মানুষ। তারা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান।

 

প্রসঙ্গত, ২০১৩ সালে দেশের সংসদীয় আসনসংখ্যা পুনর্বিন্যাসের সময় ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসনকে কেটে চারটি করা হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.