মাঠে ডিম পেড়েছে প্লোভার, স্টেডিয়াম বন্ধ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

প্লোভার নামের একটি সংরক্ষিত প্রজাতির পাখি ডিম পাড়ার ফলে অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ বন্ধ ঘোষণা করা হয়েছে। মাঠের ঠিক মাঝ বরাবর পাখিটি ডিম পাড়ায় নেয়া হয়েছে  ১ মাসের জন্য মাঠটি বন্ধ রাখার এ সিদ্ধান্ত।

ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। এর ফলে তাদের ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের আরেকটি মাঠে।

স্থানীয় কাউন্সিলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। এই কারণেই মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল।

কাউন্সিল জানায়, ওয়াইল্ডকেয়ার নামের বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠেও খেলা চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.