এমটিবি ফাউন্ডেশনের ‘জল তরঙ্গ’ প্রকল্প উদ্বোধন চর আলেকজান্ডারে

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের আওতায় একটি ওয়াটার অ্যাক্সেস হাব ও আধুনিক স্যানিটেশন সুবিধা উদ্বোধন করেছে।

রবিবার (৩১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, এই উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের মানুষ সহজে বিশুদ্ধ ও নিরাপদ পানি পাবে এবং উন্নত স্যানিটেশন সুবিধা তাদের আত্মমর্যাদা ও স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করবে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) – ৩, ৬ এবং ১৫-এর অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্পটি। চর আলেকজান্ডারের দীর্ঘদিনের নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট নিরসনে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে, যা এলাকার বৃহৎ একটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উপকৃত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী গোলাম রাব্বানী। এছাড়াও সেফার্ডস বাংলাদেশ-এর পরিচালক ওয়াহিদুল ইসলাম সিকদারসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.