২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, নতুন ৩৬৭ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে, একই সময়ে ৩৬৭ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশন ছাড়া ৫৪ জন, চট্টগ্রাম ৭৯ জন, ঢাকা বিভাগের বাইরে ১০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, ময়মনসিংহে ৩ জন এবং রাজশাহীতে ২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৩২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও আক্রান্ত রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ২৯ হাজার ৩২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের জনগণকে সতর্ক থাকার এবং মশার বিস্তার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.