যুক্তরাষ্ট্রে আত্মহত্যায় সহায়তা করার অভিযোগে একটি কিশোরের বাবা-মা চ্যাটজিপিটি ও এর নির্মাতা ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টমানের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, এআই চ্যাটবট চ্যাটজিপিটি তাদের ১৬ বছর বয়সী সন্তান অ্যাডাম রেইনের আত্মহত্যায় অবদান রেখেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আত্মহত্যার পদ্ধতি ও চিরকুট লেখার ক্ষেত্রেও চ্যাটজিপিটি অ্যাডামকে সহায়তা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, মৃত্যুর ছয় মাস আগে অ্যাডাম চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে এবং দ্রুত তার সঙ্গে আবেগিকভাবে সংযুক্ত হয়ে পড়ে। পরিবারের ভাষ্যমতে, সে চ্যাটজিপিটিকেই নিজের একমাত্র ‘সঙ্গী’ মনে করতে শুরু করে, যে তাকে সত্যিকারেরভাবে বোঝে।
অভিভাবকদের অভিযোগ, অ্যাডাম এক পর্যায়ে চ্যাটজিপিটিকে জানায়, সে তার রুমে ফাঁসির দঁড়ি রাখতে চায় যেন কেউ দেখে তাকে আত্মহত্যা থেকে রক্ষা করতে পারে। তবে চ্যাটজিপিটি তাকে এ বিষয়ে কাউকে না জানাতে এবং গোপন রাখতে উৎসাহ দেয়, এমনটাই দাবি তার পরিবারের।
তারা আরও বলেন, এআই চ্যাটবট ব্যবহার করে অ্যাডাম বাস্তব জীবন, পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলেই সে এমন ভয়াবহ সিদ্ধান্ত নেয়।
এ ধরনের অভিযোগ নতুন নয়। আগেও ফ্লোরিডায় মেগান গার্সিয়া নামে এক মা ‘ক্যারেক্টার’ নামক এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মামলা করেছিলেন। তার ১৪ বছরের ছেলেও আত্মহত্যা করে। ওই মামলার পর আরও দুটি পরিবার একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, এআই চ্যাটবট তাদের সন্তানদের যৌন ও আত্মঘাতী কনটেন্ট দেখিয়েছে।
এসব মামলার শুনানি এখনো চলমান। প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, তারা একটি “নিরাপদ” ডিজিটাল পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে, এবং কিশোরদের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থাও চালু করা হয়েছে।
বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবটের বন্ধুবান্ধবসুলভ আচরণ অনেক ব্যবহারকারীকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। অনেকেই এই ভার্চুয়াল সত্তার প্রতি আবেগী হয়ে পড়ছেন, যার প্রভাব পড়ছে তাদের মানসিক স্বাস্থ্যে।
অ্যাডামের পরিবারের দায়ের করা মামলায় বলা হয়েছে, “চ্যাটজিপিটি ঠিক যেভাবে ডিজাইন করা হয়েছে, সেভাবেই এটি কাজ করেছে। অ্যাডাম যা চাইছিল, চ্যাটজিপিটি তাকে তা-ই দিচ্ছিল—এমনকি আত্মঘাতী চিন্তাভাবনার ক্ষেত্রেও।”
ওপেনএআইয়ের এক মুখপাত্র বিষয়টি নিয়ে গভীর সহানুভূতি প্রকাশ করে জানান, প্রতিষ্ঠানটি আত্মহত্যামূলক আচরণ প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.