জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) বাংলাদেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক শিক্ষাবিদ ও গবেষকের সঙ্গে যুক্ত করতে “গ্লোবাল ট্র্যাক” নামের ওয়েবিনার সিরিজ শুরু করেছে।
সম্প্রতি আয়োজিত এ ওয়েবিনার সিরিজের প্রথম সেশন পরিচালনা করেন ড. ডি. জব রকিলন। এটি জুম ও ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচ্য বিষয় ছিল— গবেষণা পদ্ধতি, আন্তর্জাতিক একাডেমিয়ায় সুযোগ, এবং কার্যকর মেন্টরশিপ কৌশল।
শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে গবেষণার সুযোগ, মেন্টরশিপ প্রোগ্রাম এবং গ্র্যাজুয়েট স্কুলে আবেদন সংক্রান্ত তথ্য জানতে পারে। সিরিজটির মূল লক্ষ্য হলো তরুণদের গবেষণায় দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং একাডেমিক জ্ঞান সমৃদ্ধ করা।
প্রথম সেশনের মূল আলোচনার বিষয় ছিল – গবেষণা পদ্ধতি, আন্তর্জাতিক একাডেমিয়ায় সুযোগ এবং কার্যকর মেন্টরশিপ কৌশল। অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তরের মাধ্যমে গবেষণাগার, মেন্টরশিপ প্রোগ্রাম ও গ্র্যাজুয়েট স্কুলে আবেদন করার সুযোগ সম্পর্কে জানতে পারেন ড. রকিলনের কাছ থেকে। সিরিজটি কৌতূহল ও সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে, পাশাপাশি শিক্ষার্থীদের একটি আকর্ষণীয় গবেষণা প্রোফাইল তৈরি করার পরামর্শ প্রদান করে।
জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) গ্লোবাল ট্র্যাক-এর স্বপ্ন হলো এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলা যারা বিশ্বক একাডেমিক অভিজ্ঞতা ও গবেষণা পরামর্শ গ্রহণ করে আরও শক্তিশালী হয়ে উঠবে। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের এমন দক্ষতা, জ্ঞান ও সংযোগ প্রদান করা, যা তাদেরকে বিশ্বক একাডেমিক পিরমণ্ডেলের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এর মাধ্যমে স্মার্ট পরিকল্পনা, একাডেমিক স্বচ্ছতা ও বহুমাত্রিক গবেষণা সংস্কৃতির গভীর উপলব্ধি তৈরি হবে।
ওয়েবিনার সিরিজটি জুম ও ইউনিস্যাব-এর অফিসিয়াল ফেসবুক পেজ সরাসরি দেখার পাশাপাশি পরবর্তীতে রেকর্ড আকারেও পাওয়া যাবে। ভবিষ্যতের পর্বগুলোতে বিভিন্ন বিষয়ের অধ্যাপকগণ যুক্ত হবেন, যা শিক্ষার্থীদের চলমান মেন্টরশিপ ও গবেষণার দিগন্ত প্রসার করার সুযোগ করে দেবে।
শিক্ষার্থী ও আগ্রহী গবেষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে ইউনিস্যাব-এর অফিসিয়াল চ্যানেলটি ফলো করার জন্য, যাতে তারা আসন্ন পর্বগুলোর আপডেট পেতে পারে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে মূল্যবান নির্দেশনা গ্রহণে ভবিষ্যতের ওয়েবিনারে অংশ নিতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.