বন্যার আশঙ্কায় পাকিস্তানকে সতর্ক করল ভারত

ভারত থেকে সম্ভাব্য বড় ধরনের বন্যার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানের বেসরকারি বার্তা সংস্থা এআরওয়াই নিউজ সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সিন্ধু পানিচুক্তির কাঠামো অনুসারে নয়াদিল্লি এই তথ্য ইসলামাবাদের সঙ্গে ভাগ করেছে।

প্রতিবেদনে বলা হয়, জম্মুর কাছে তাওই নদীতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গত ২৪ আগস্ট সকাল ১০টায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন পাকিস্তানি কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে।

এই সতর্কতা এমন সময় এলো, যখন চলতি বছরের এপ্রিলে পাহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এরপর, ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এবং সব পাকিস্তানি নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

একই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আত্তারি ও ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দেন এবং সার্ক ভিসা অব্যাহতি স্কিম বাতিল করেন।

উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সিন্ধু নদীর পশ্চিম অংশে অবৈধ পানি সংরক্ষণাগার নির্মাণের অভিযোগ তোলে এবং সালিশি আদালতের দ্বারস্থ হয়। পরবর্তীতে ভারতও ওই আদালতে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের অনুরোধ জানায়।

বন্যার আশঙ্কা থাকলেও দুই দেশের মধ্যে পানিবিষয়ক সমন্বয় এবং তথ্য আদান–প্রদানের এ উদাহরণ চুক্তিভিত্তিক যোগাযোগ রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সচেতনতা প্রতিফলিত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.