গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এর আগমন উপলক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আইসিবি’র সার্বিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। সচিব আইসিবি’র সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান এবং সচিবের একান্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.