প্রাইম ব্যাংক পিএলসির সম্প্রতি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইডব্লিউইউ) এবং ইডব্লিউইউ ক্রিয়েটিভ বিজনেস ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এম্পাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার আয়োজন করে। এটি ছিল প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল ও ইসলামি উভয় ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সেমিনারে বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্বগুণ অর্জনে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা। গুরুত্ব দেওয়া হয় আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা বিষয়ে।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কনজিউমার এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ. চৌধুরী। তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ডিজিটাল জ্ঞান, ভাষার দক্ষতা, যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা অর্জনের ওপর জোর দেন।
তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া। জনসমক্ষে কথা বলার অভ্যাস গড়ে তোলা এবং নিজের ভাবনা প্রকাশে দক্ষতা অর্জন তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে।”
এ সময় বক্তব্য রাখেন এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং মাহবুব হাসান। তিনি তরুণদের উন্নয়ন এবং আর্থিক সাক্ষরতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আশিক মোসাদ্দেক; অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী; স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ও ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উপদেষ্টা অধ্যাপক ইসমাত শিরিন এবং সহকারী অধ্যাপক মো. ফারহান ফারুকী।
সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’—যা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত। এটি তাদের সহজে ব্যাংকিং যাত্রা শুরু করতে এবং আর্থিকভাবে দায়িত্বশীল করে গড়ে তুলতে সহায়তা করে। অনেক শিক্ষার্থী সেমিনার চলাকালীন অ্যাকাউন্ট খোলার সুযোগ গ্রহণ করেন।
প্রাইম ব্যাংকের প্রতিনিধিরা অন্তর্ভুক্তিমূলক আর্থিক প্রবৃদ্ধি, আর্থিক সাক্ষরতা এবং তরুণবান্ধব উদ্ভাবনের বিষয়ে ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, আগামী প্রজন্মকে ব্যাংকিং প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে সংযুক্ত।
সেমিনারে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার পারস্পরিক সহযোগিতার গুরুত্বও আলোচিত হয়। ভবিষ্যতে শিক্ষার্থী-কেন্দ্রিক আরও উদ্যোগ, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণে প্রাইম ব্যাংক ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় উভয়ই আগ্রহ প্রকাশ করে।
প্রাইমএকাডেমিয়া উদ্যোগের অংশ হিসেবে এই সেমিনার প্রমাণ করে, প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবা কাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ—যার আওতায় রয়েছে প্রতিষ্ঠানভিত্তিক ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থী-কেন্দ্রিক কাস্টমাইজড অ্যাকাউন্ট—সবই একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.