বিদেশি মুদ্রার বিপরীতে আফগানিস্তানের জাতীয় মুদ্রা ‘আফগানি’র মান গত চার বছরে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে মার্কিন ডলারের তুলনায় আফগান মুদ্রার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে ব্যাংক কর্তৃপক্ষ ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে মুদ্রার মান ধরে রাখা, ব্যাংকিং খাতের প্রসার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা।
হাসিবুল্লাহ বলেন, “গত বছর আফগানির মান ডলারের বিপরীতে ০.৭৯ শতাংশ ইতিবাচক ছিল। এটি প্রমাণ করে আমাদের মুদ্রা স্থিতিশীল আছে। আমরা এমন একটি কাঠামো গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে মুদ্রার মানে বড় ধরনের ওঠানামা না ঘটে।”
তিনি আরও জানান, বর্তমানে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের প্রায় ২০০টি ব্যাংকের সঙ্গে লেনদেন করছে এবং ভবিষ্যতে এই সংখ্যাটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে আফগান ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্যে আরও বেশি অংশগ্রহণ করতে পারেন।
তবে অর্থনীতি বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের ব্যাংকিং খাতে এখনো কিছু কাঠামোগত প্রতিবন্ধকতা রয়ে গেছে। তারা মনে করছেন, বিশ্বব্যাপী ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার হলে এসব সমস্যার সমাধান সম্ভব।
এদিকে ব্যবসায়ীরা ব্যাংকিং খাতের নানা দুর্বলতার কথা তুলে ধরছেন। ব্যবসায়ী ওমিড হাইদার বলেন, “বেসরকারি ব্যাংকে টাকা জমা রাখলে অনেক সময় মাসের পর মাস উত্তোলন করতে পারি না। সরকারি ব্যাংকের সহায়তায় একটি যৌথ কাঠামো তৈরি হলে সমস্যা অনেকটাই লাঘব হবে।”
ব্যবসায়ীরা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণের, যাতে দ্রুত অর্থ উত্তোলন ও লেনদেন করা সম্ভব হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.