ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে গোমর ফাঁস করার হুঁশিয়ারি ঢাবি ভিসির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন, ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দেবেন, আমি সবাইকে ডেকে এনে ঠিক কোন পর্যায়ে আছি, সেটা বলে দেবো।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ হুশিয়ারি দেন তিনি।

উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের যত সমস্যা তা চিহ্নিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা গতকাল রাতেও নির্বাচন কমিশনের সাথে এ বিষয়ে মিটিং করেছি। গত ৯-১০ মাস ধরে সবার সাথে আলাপ করে আমরা মাঠে নেমেছি।

তিনি ছাত্রসংগঠনগুলোর আচরণ নিয়ে বলেন, আমারা তাদের আচরণে আশাবাদী। তাদের মতভেদ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মোটাদাগে তারা কোন ঝামেলায় জড়ায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.