ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
শুক্রবার জেলা প্রশাসকের ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে ২০ আগস্টের গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া আগের মতো বহাল থাকবে। আদেশক্রমে, জেলা ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান, যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ৫০ টাকা। ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।
এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নগরের বাসিন্দারা। ২১ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বর্ধিত ভাড়ার প্রতিবাদে মানববন্ধন করে ‘নারায়ণগঞ্জের ছাত্র জনতা’ নামের একটি সংগঠন। প্রতিবাদে শুক্রবার ও শনিবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি সংগঠন।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.