কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশ ইন) ভারতীয় ছয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলিমনগর ভুতপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তারা স্থানীয় বাসিন্দা মোঃ মনতাজুর রহমান হাকুর হেফাজতে অবস্থান করছিলেন। আটককৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ডসহ নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ২৪ জুন দিল্লীর কালীমাতা থানা পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরদিন ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, আটক সবাই ভারতীয় নাগরিক এবং তাদের ফেরত নেওয়ার বিষয়ে পরিবার কলকাতা কোর্টে মামলা দায়ের করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লীর দৌলতপুর থানার সাহেবাবাদ গ্রামের বাসিন্দা মোঃ দানেশ (২৮), তার স্ত্রী মোছাঃ সোনালী খাতুন (২৬) ও ছেলে মোঃ সাব্বির শখ (৮)।
এছাড়া পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা মোছাঃ সুইটি বিবি (৩৩), তার ছেলে মোঃ কুরবান দেওয়ান (১৬) এবং মোঃ ইমাম দেওয়ান (৬) আটক হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.