নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো অঙ্গরাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে গোরোনিও বাজারগামী নৌকাটির ডুবে যাওয়ার পর অন্তত ১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)।
সংস্থার মহাপরিচালক জুবাইদা উমর এক বিবৃতিতে জানান, নৌকাটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। মাঝপথে নৌকাটি ডুবে গেলে বেশিরভাগ যাত্রী নিখোঁজ হয়ে পড়েন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সোকোটো আঞ্চলিক কার্যালয় থেকে উদ্ধারকর্মীদের পাঠানো হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রীর চাপই এ দুর্ঘটনার কারণ হতে পারে। নদীবেষ্টিত এলাকাগুলোয় এ ধরনের সমস্যা প্রায় নিয়মিত ঘটছে বলে জানিয়েছে সূত্রগুলো।
বর্ষাকালে, বিশেষ করে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, নাইজেরিয়ার নদী ও হ্রদে স্রোতের গতি বেড়ে যায়, ফলে নৌচলাচল বিপজ্জনক হয়ে পড়ে। গত বছরের আগস্টেও একই অঙ্গরাজ্যে ধানক্ষেতে যাওয়ার পথে কাঠের একটি নৌকা ডুবে ১৬ কৃষকের মৃত্যু হয়েছিল।
উদ্ধার অভিযান এখনও চলছে, নিখোঁজদের সন্ধানে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.