১৮ বছর আগে ২০২ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।
পাশাপাশি এই কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধা ফেরত দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি আলাদা রিভিউ আবেদনের শুনানি শেষে আজ সোমবার (১৮ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে- এমন অভিযোগ এনে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাদের চাকরিচ্যুত করে।
২০২২ সালের ১ সেপ্টেম্বর তাদের চাকরিতে পুনর্বহালের জন্য ইসিকে দেওয়া ট্রাইব্যুনালের রায় বাতিল করেছিলেন আপিল বিভাগ। সেই রায়কে চ্যালেঞ্জ করে গত বছর সুপ্রিম কোর্টে একটি আপিল এবং চারটি রিভিউ পিটিশন দাখিল করা হয়।
এই আপিল ও রিভিউর শুনানি নিয়ে আজ রায় দেন সর্বোচ্চ আদালত।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহউদ্দিন দোলন, প্রবীর নিয়োগী ও মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও আইনজীবী মুহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.