পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে সফলভাবে অভিযান শুরু করেছে। এটি দেশটির মহাকাশ অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
রোববার (১৭ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্যাটেলাইটটি গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি ভূমি স্টেশনের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ স্থাপন করেছে এবং ইতোমধ্যে উচ্চ রেজোলিউশনের চিত্র পাঠাতে শুরু করেছে।
উচ্চমানের চিত্রগ্রহণ প্রযুক্তির এই স্যাটেলাইট নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং শহর সম্প্রসারণ পর্যবেক্ষণে সহায়তা করবে।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি যেমন— বন্যা, ভূমিধস, ভূমিকম্প— সম্পর্কে আগাম সতর্কতা দিতে সহায়তা করবে। এতে করে দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
স্যাটেলাইটটি পরিবেশ সুরক্ষা, হিমবাহ গলে যাওয়া ও বন উজাড় পর্যবেক্ষণেও কার্যকর ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন বাড়ানো, সম্পদ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের উন্নয়নে স্যাটেলাইটটি বড় ধরনের অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এতে থাকা উন্নত সেন্সর ও প্রযুক্তি মহাকাশ পর্যবেক্ষণ সক্ষমতা আরও একধাপ এগিয়ে নিয়েছে পাকিস্তানকে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.