হজ ও ওমরাহ ফেয়ারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিনদিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এ কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণকারী আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির স্টল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক-এর উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান স্টলটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহী কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “হজ গমনেচ্ছুদের সহায়তার লক্ষ্যেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পথচলা শুরু। সেই উদ্দেশ্য পূরণে ব্যাংকটি দীর্ঘদিন ধরে হজ ও ওমরাহ গমনেচ্ছুদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় শরীয়াহভিত্তিক ডিপোজিট স্কিম সম্পর্কে অবহিত করে সবাইকে ইসলামী ব্যাংকিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.