ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চাশোটি এলাকায় মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পিটিআইকে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় এক কর্মকর্তা ভারতের বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউড ব্রাস্ট হলো একটি চরম আবহাওয়া ঘটনা, যেখানে খুব স্বল্প সময়ের মধ্যে সীমিত এলাকায় অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে পাহাড়ি ও নিচু এলাকায় দ্রুত বন্যা সৃষ্টি হয়, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়।
চাশোটি একটি দুর্গম গ্রাম, যেখান থেকে প্রতিবছর কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। দুর্ঘটনার পর চলতি বছরের বার্ষিক তীর্থযাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সব সংস্থাকে সমন্বিতভাবে উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তা ও পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.