বিমান দুর্ঘটনায় মাইলস্টোনের আরও এক শিক্ষিকার মৃত্যু

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষিকা মাহফুজা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষিকা মাহফুজার (৪৫) শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এ শিক্ষিকাকে প্রথমে সামরিক হাসপাতালে (সিএমএইচে) পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে নেয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন মাহফুজা।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.