ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম এবং একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি একজন নারী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মারা যান তিনি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
জানা গেছে, আজ সকালে অসুস্থবোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানমের স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি ঢাকার ইন্দিরা রোডে থাকতেন। তার ছেলে মাহবুব শফিক গণমাধ্যমকে জানান, তার মা আজ বেলা ১১টার দিকে শরীরচর্চার জন্য বের হয়েছিলেন। পথে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে পেশায় চিকিৎসক। ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী।
ডাকসুর এ নেত্রী ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.