ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করায় বরখাস্ত সহকারী কর কমিশনার

গাড়ির কাগজ দেখতে চাইলে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ফাতেমা বেগম।

রোববার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সচিব, আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ফাতেমা বেগম কর্তৃক গত ১২ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত ৮ ঘটিকায় ঢাকা মেট্রো-গ-৩৪৫৯০৬ নম্বর প্রাইভেটকারে অবস্থানকালে লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ডস্থ পলাশী মোড়, পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার উপর সিয়েরা ট্যাঙ্গো-৩৫ ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট, শাহা জামাল গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বললে সহকারী কর কমিশনার ফাতেমা বেগম জানান যে, গাড়ির কাগজপত্র সঠিক আছে এবং কাগজপত্র প্রদর্শনে অপারগতা প্রকাশ করেন।

পরবর্তীতে ট্রাফিক সার্জেন্ট পুনরায় কাগজপত্র প্রদর্শনের অনুরোধ করলে সহকারী কর কমিশনার গাড়ি থেকে নেমে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন- ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি) গালিগালাজ করেন। ফলে ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে লালবাগ থানায় পেনাল কোড ১৮৬০ এর ১৮৬/৩৫৩/৩৩২/১৭৯/১১৪ ধারা অনুযায়ী ৩ নম্বর মামলা দায়ের করেন।

এতে আরও বলা হয়েছে, যেহেতু সহকারী কর কমিশনার, ফাতেমা বেগম কর্তৃক ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী “অসদাচরণ”-এর পর্যায়ে পড়ে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.