মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে (৭৪) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সামরিক তথ্য দপ্তরের বরাতে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বছরখানেক আগে থেকে জনসম্মুখে আসা বন্ধ রেখেছিলেন।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিন্ট সোয়েকে জান্তা সরকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। একই সময় গ্রেপ্তার হন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও অন্যান্য নেতারা। এরপর দেশটিতে জরুরি অবস্থা জারি হয়।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছিল, মিন্ট সোয়ের শারীরিক অবস্থা সংকটজনক এবং তিনি ২৪ জুলাই থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মিয়ানমার সামরিক দপ্তর জানিয়েছে, প্রয়াত প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। মিন্ট সোয়ের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.