নির্বাচনের জন্য যত টাকা লাগবে, দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থের কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।”

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “ওরা (যুক্তরাষ্ট্র) যেটা করেছে মোটামুটি। স্বস্তির জায়গা বলব না। তবে অন্য দেশের তুলনায় বাংলাদেশ খারাপ অবস্থানে নেই।”
তিনি জানান, এই পরিবর্তনে নিট পোশাক ও তৈরি পোশাক খাত দ্রুতই মানিয়ে নিতে পারবে। তবে বস্ত্র খাতের বোনিং (উইভিং) অংশ কিছুটা সমস্যায় পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও শুল্ক ইস্যুতে আলোচনা হবে কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “হ্যাঁ, ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তাদের মনোভাব বাংলাদেশের বিষয়ে ভালো।”

তিনি জানান, এখনো চুক্তি হয়নি, তবে একটি আনুষ্ঠানিক চুক্তি হবে। এতে কোন পণ্যে শুল্ক কমাতে হবে এবং কী কী আমদানি করতে হবে, তা আলোচনায় আসবে।

দেশের অর্থনীতির সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, “এক বছরে খাদের কিনারা থেকে অনেকটাই উঠে এসেছি। এটা দেখতে দৃষ্টি ও অন্তর্দৃষ্টি লাগে। অনেক কিছুই ইতিমধ্যে হয়েছে।”

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “স্বস্তির জায়গায় আসছে, তবে আরও সময় লাগবে। এটা এমন নয় যে ঘোড়ার রাশ ধরে টেনে ধরলাম।”

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, শুল্কসহ সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হলো ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা এবং ধীরগতির অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা।

সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “কিছু সংস্কার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মধ্য ও দীর্ঘমেয়াদে আরও কিছু করা হবে। যেমন ব্যাংক রেজল্যুশন নীতিমালা, পুঁজিবাজারে স্থিতিশীলতা, এনবিআরের অধ্যাদেশ সংশোধন ইত্যাদি।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.