ইউরোপের সবচেয়ে পুরনো কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর আয়ুষ্কাল এখন ফুরনোর পথে। বিদ্যমান বিদ্যুৎ ও পানির সুবিধাকে কাজে লাগাতে এসব বিদ্যুৎ কেন্দ্রকে এখন ডাটা সেন্টারে রূপ দেয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলো।
মঙ্গলবার (৫ আগস্ট) এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চি করা হয়েছে।
এআইর উত্থানে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ফ্রান্সের এনজি, জার্মানির আরডব্লিউই ও ইতালির ইনেলের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর সামনে বড় সুযোগ এনে দিয়েছে। এসব প্রতিষ্ঠান এখন নিজেদের পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারে রূপ দেয়ার মাধ্যমে বিদ্যুতের দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি সইয়ের মাধ্যমে লাভবান হতে চাচ্ছে।
পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করতে এসব বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রচুর অংকের অর্থ ব্যয় করতে হবে। আবার এগুলোকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর অর্থ ও ঝুঁকি প্রশমনেরও প্রয়োজন পড়বে। এদিক থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পুরনো বিদ্যুৎ কেন্দ্রকে ডাটা সেন্টারে রূপান্তরের পরিকল্পনাকে সুযোগ হিসেবে দেখছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো।
মাইক্রোসফটের এনার্জি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ববি হলিস বলেন, এসব স্থানে ডাটা সেন্টার গড়ে তোলা হলে পানি অবকাঠামো ও হিট রিকভারিসহ প্রয়োজনীয় সবই পাওয়া যাবে।
অ্যামাজনের এনার্জি ডিরেক্টর লিন্ডসে ম্যাককোয়াড জানালেন, ডাটা সেন্টারগুলোকে পুরনো বিদ্যুৎ কেন্দ্রে সরিয়ে নেয়ার বিষয়ে দ্রুত অনুমোদন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। এসব জায়গায় আগে থেকেই কাজে লাগানোর মতো অবকাঠামো বড় মাত্রায় বিদ্যমান।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো এক্ষেত্রে নিজেদের জায়গা লিজ দিতে পারে অথবা নিজেরাই ডাটা সেন্টার বানিয়ে সেগুলোকে পরিচালনার মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.