‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’র মূল অনুষ্ঠান শুরু

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ এর অনুষ্ঠান শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বিকেল পাঁচটার দিকে তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তার সাথে দেখা যায়।

এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তারা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.