ইন্টারেস্ট ইনকামসহ গ্রামীণ ব্যাংকের সব ধরণের আয়ে কর অব্যাহতি দেওয়া হয়েছে: এনবিআর চেয়ারম্যান

আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককের সব ধরনের আয়ের ওপর ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে, যার মধ্যে ইন্টারেস্ট ইনকামও রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। আমরা যেটা করেছি, আমাদের কাছে যেটা মনে হয়েছে—সমজাতীয় অন্যরা যে সুবিধা পায়, সেটাই আমরা দিয়েছি। এখানে কোনো আলাদা ট্রিটমেন্ট দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না বা করিও নাই।”

তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের সব ধরনের আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে, যার মধ্যে ইন্টারেস্ট ইনকামও রয়েছে।

২০২৪ সালের অক্টোবরে সরকার আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতির গেজেট প্রকাশ করে। একই শর্তে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রকাশিত গেজেটে বলা হয়, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ অন্যান্য নিয়ম পরিপালনের শর্তে এসব প্রতিষ্ঠান কর সুবিধা পাবে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি সুবিধা ভোগ করে আসছে। ২০১৩ সালে এই অধ্যাদেশ আইনে পরিণত হলেও তার ৩৩ নম্বর ধারা অব্যাহত রয়েছে, যার আওতায় এই সুবিধা চলমান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.