জুলাই-আগস্ট নিয়ে শর্ট ভিডিও জমার সময়সীমা ১ মাস বাড়াল বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র আবেদনের সময়সীমা ১ মাস বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, জুলাই-আগস্ট বিপ্লবে আত্মাহুতি দানকারী ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ পুঁজিবাজার বিনির্মাণে বাংলাদেশের যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে বিএসইসি আয়োজিত সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ক একটি শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতা গত ০১ জুলাই ২০২৫ তারিখে শুরু হয়েছে।

প্রতিযোগিতার ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ জুলাই ২০২৫।

প্রতিযোগিতায় ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারী টিমসমূহের অনুরোধের প্রেক্ষিতে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ আরও ব্যাপকভাবে বৃদ্ধির জন্য কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রতিযোগিতার ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ০১ (এক) মাস বৃদ্ধি করে আগামী ৩০ আগস্ট ২০২৫ নির্ধারণ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে নতুন রেজিস্ট্রেশন করা এবং ভিডিও জমা দেওয়া যাবে।

প্রতিযোগিতার ভিডিও জমা দেওয়ার পরিবর্তিত শেষ তারিখঃ ৩০ আগস্ট ২০২৫ ইং।

বিস্তারিত জানতে প্রতিযোগিতার লিংকে ক্লিক করুনঃ http://finlitbd.com/bn/video-competition.php

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.