আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি শেষ

জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) স্টেট ডিফেন্সের পক্ষ থেকে শুনানি অনুষ্ঠিত হবে।

সকালে মামলাটির শুনানির জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেনসহ ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে মঙ্গলবার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। মামলাটিতে অব্যাহতির আবেদন জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ আশা করছে, আদালত অভিযোগ গঠনের অনুমতি দেবেন।

উল্লেখ্য, গত ২২ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে ৩০ জুন মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিনে ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.