নিজের কিংবা প্রিয়জনের স্বাস্থ্যসুরক্ষার জন্য ওষুধ কেনা, মেডিকেল টেস্ট এবং হেলথ চেকআপের সময় বিকাশ পেমেন্ট করলে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। বিকাশ চালু করেছে তিনটি আলাদা অফার, যার মাধ্যমে একজন গ্রাহক সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই অফার চলবে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
দেশজুড়ে ১২৭টি অংশগ্রহণকারী হাসপাতালে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H3’ কোড ব্যবহার করলে মিলবে ১০০ টাকা ডিসকাউন্ট। একজন গ্রাহক একবারই এই সুবিধা নিতে পারবেন।
বিস্তারিত জানতে পারবেন: https://www.bkash.com/campaign/hospital-promo-code-offer-h3-july25
এছাড়া, পপুলার, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ দেশজুড়ে ৪৮৩টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১ হাজার টাকার বিকাশ পেমেন্টে ‘H2’ কোড ব্যবহার করলেই পাওয়া যাবে ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার এই সুবিধা নেওয়া যাবে।
বিস্তারিত জানতে পারবেন: https://www.bkash.com/campaign/healthcare-diagnostics-coupon-may25
লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসি সহ সারা দেশের প্রায় সাড়ে চার হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড ব্যবহার করলেই মিলবে ৫ শতাংশ ছাড়, সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার এই ডিসকাউন্ট পাওয়া যাবে।
বিস্তারিত জানতে পারবেন: https://www.bkash.com/campaign/healthcare-pharmacy-coupon-may25
বিকাশ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.