নিরাপত্তার কারণে রাশিয়ার নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ বাতিল

‘নিরাপত্তার কারণে’ রাশিয়া তাদের বার্ষিক নৌবাহিনী কুচকাওয়াজ বাতিল করেছে বলে জানিয়েছে ক্রেমলিন। রোববার এই কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা হুমকির ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

রবিবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা গেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর কাছে বলেন, “এটি সার্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়।”

রাশিয়া প্রতি বছর জুলাই মাসের শেষ রোববার ‘নৌবাহিনী দিবস’ উদ্‌যাপন করে। এ উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে আয়োজন করা হয় কুচকাওয়াজ—যেটি এবার মূল আকর্ষণ হওয়ার কথা ছিল।

শহরটির স্থানীয় কর্তৃপক্ষ গত শুক্রবার জানায়, “যুদ্ধজাহাজ ও সাবমেরিন উপকূল অতিক্রম করবে—এমন পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে।”
তবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। উল্লেখ্য, সোভিয়েত আমলে বন্ধ হয়ে যাওয়া এই দিবস ২০১৭ সালে পুনরায় চালু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ বছর দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় পুতিন বলেন, “আমরা কর্মপরিবেশের মধ্যে থেকেই এবারের দিবস উদ্‌যাপন করছি।”
তিনি ইউক্রেন অভিযানে অংশ নেওয়া নাবিকদের সাহস ও বীরত্বের প্রশংসা করেন।

তিনি জানান, ‘জুলাই স্টর্ম’ নামের নৌবাহিনীর চলমান সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা। মহড়া অনুষ্ঠিত হচ্ছে বাল্টিক সাগর, কাস্পিয়ান সাগর, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরে।

পুতিন বলেন, “রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই আমাদের মূল কাজ।”

ক্রেমলিন জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ থেকেই প্রেসিডেন্ট এই ভিডিও বার্তা দিয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.