কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। ‘তুরুন আনোয়ার’ (আনোয়ার, সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে শুরু করে। মারদেকা স্কয়ার এবং এর আশপাশে বিপুল সংখ্যক বিক্ষোভকারী অবস্থান নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে আনোয়ারের পদত্যাগ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের ব্যর্থতা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মালয়েশিয়ার সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানালেও জনতা তাদের দাবিতে অনড় রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.