দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (2০ জলাই থেকে ২৪ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা বা ৫২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।
এদিকে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনসিসি ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ১৮ দশমিক ৮১ শতাংশ। আর ৩ টাকা বা ১৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে ব্যাংক এশিয়া লিমিটেড।
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.