উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এক শোকবার্তায় ডিএসই কর্তৃপক্ষ বলেন, “নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” একইসঙ্গে এই মর্মান্তিক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছে সংস্থাটি।
ডিএসই আরও জানায়, এ ধরনের দুর্ঘটনা শুধু পরিবার নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনার। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, আজ সকালে উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে প্রশিক্ষণরত একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.